হিমশীতল শুভ্র বরফময় শীতে
কৃত্রিম তাপে কোষ গুলো উত্তপ্ত হলেও,
বলো হৃদয়ের উষ্ণতা কে দিবে আমায়?
কত মহাসমুদ্র ও পাহাড় দূরে তুমি!
এই তারবিহীন বার্তা ও কথোপকথনে,
যত দূরত্ব আজ ঘোচানোর প্রয়াস
তা কি জানে সমুদ্র কিংবা আকাশ?
এখানেও বসন্ত এসেছে
রোদেরাও আসে প্রায় প্রতিদিন।
তবে তুমিও আসবে বলেছে,
সাড়ে নয় কিমি/ঘন্টা বেগে আসা স্নিগ্ধশীতল বাতাস।
সময় ও ঘড়ির ঘুর্নন ও অবগত,
সাধ্যা নেই কাঁটা তারের রোখবে আমাদের।
জমিয়ে রাখো গায়ের সুগন্ধ ও উষ্ণতা
যা মুঠো ভরে তুমি দিবে আমায়।
-
হৃদয়ের উষ্ণতা
মোহাম্মদ শাকিরুল ইসলাম
২ মার্চ ২০২২
ভিক্টোরিয়া, ব্রিটিশ কলোম্বিয়া, কানাডা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন