বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫

বাধিনু কুড়ে ঘর

বাধিনু কুড়ে ঘর
___ মোহাম্মদ শাকিরুল ইসলাম

বিশ্বাসের মাঝে যবে লুকায়িত সকল শান্তি ধারা
বিশ্বাসের মাঝে কত কি যে ভাসে
বিশ্বাসে লুকায়ে মুখ করেছে মোরে তাড়া

এক বিন্ধু শান্তির লাগিয়া যবে বাধিনু ঘর
শত চিন্তা মোর মনেতে বাধিল একটা কুড়ে ঘড়

মোর এ প্রাণেতে শত শংকাতেও আশা বাধিনু বুকে
যে রয়েছে বুকে আমার রাখিব তাহারে সুখে
কত সাধের প্রিয়া আমার ঘুরিয়া বেড়ায় নভোঃ
দিন শেষে ঠিক ফিরে নীড়ে, মাথা গুজে মোর বুকে
সেই শান্তিতে সব ভুলে যাই মরি যে সে কি সুখে।

বিশ্বাসে তারে ধরিয়া রাখিব,  রাখিব পাজরে
শত বাধা আর ঝড় ঝাপটা আসুক না দুয়ারে।

_____________
০৬ আগস্ট ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন