এ কি দুর্বিষহ যন্ত্রনা
বেলা অবেলায় অচেনা তুমি
আজ কোথায়?
মনে কি পড়ে না?
কি হয় একটু মনে করলে?
খুব বেশী তো নয়
শুধু দিন শেষে নিঃশব্দ অন্ধকারে
আমার কল্পিত রাজ্যে
একচিলতে পদধ্বনি
আর নির্বাক চোখে চোখ রাখা
আজ আমার বড্ড ঘুম পায়
কিচ্ছু ভাবতে পারি না
অনুভুতিগুলো কে হারিয়ে নিঃস্ব
সে যে কি যন্ত্রনা!
না আমি আর নেই
পারবো না নিষ্প্রাণ থাকতে
পারবো না বিভোরে ঘুমাতে
বড্ড ক্লান্ত আমি
হয়তো মৃত্যুলোক আমায় ডাকছে
আমি চলি!
ভালো থেকো অচেনা তুমি।
__________________
নিঃস্ব
-----মোহাম্মদ শাকিরুল ইসলাম
____________________________
২৭.০৭.২০১৫
মধ্য রাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন