বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ভেজা চুলের মেয়েটা

নীলিমার মতো তুমি চঞ্চল অবিরাম

বৃষ্টির মতো ঝড়ে পরো আমার উঠানে,

ভেসে যাই আমি শুকনো পাতার মতন

মুঠোভরে জলের সাথে তুলে নাও আমাকে আবার।


পুরানো বইয়ের পাতার ভাজে লুকির রাখো

পূর্ন চাঁদের আলো গায়ে মাখো।

তোমার ভেজা চুলের শিশিরে সিক্ত করো

পাশে বসে এই হাতটি ধরো।



-------

৪ সেপ্টেম্বর ২০২১

- মোহাম্মদ শাকিরুল ইসলাম

ভেজা চুলের মেয়েটা 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন