আমার কবিতা গুলোকে মুহুর্ত রুপে দিয়েছি,
এখন আর শব্দ বুনি না,গল্প বলি, যুগলবন্দী সপ্নে একসাথে চলি।
সকালের নরম রোদ ও পাতা ঝরা হেমন্তের শেষে
এই শীতে তোমার হাতে আমার হাত।
বৃষ্টির নিচে পাশা পাশি বসে ,
কঠোর স্পন্দন পৌঁছে যায় বাতাস থেকে,
এইতো সৃষ্টিকর্তার অসীম রহম।
মেঘের কালো বা দমকা বাতাসে
হলুদ পাতাদের মতো ঝরে যাই।
তোমার আঙিনায় আবারো আসি ,
ফিরে আসি আবারও সকালের অপেক্ষায়।
পথচলায় তুমি
-- শাকিরুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন