- মোহাম্মদ শাকিরুল ইসলাম ।
ভেবেছিলাম দূরে কোথাও যাবো
যেখানে উচু পাহাড়ের পায়ে আছড়ে পড়ে ঢেউ,
হারিয়ে যাবো নিঝুম দ্বীপে
যেখানে কোথাও নেই কেউ ।
ভেবেছিলাম এক পড়ন্ত বিকেলে
রমনা পার্কের বেঞ্চিতে গা এলিয়ে
কাটিয়ে দিব আমার কয়েক হাজার মিনিট ।
কোন একদিন ,
মিরপুরে রাস্তার পাশে
বাদামি গমের রুটি আর মরিচ ভর্তা দিয়ে
দুপুরের খাবার টা সেরে নিব ।
ভেবেছিলাম কোন এক রাতে
কমলাপুর রেলস্টেশনে, পুরোনো খবরের কাগজ
বিছিয়ে গুটি মেরে পরে থাকবো ।
আরো ভেবেছিলাম
খুন করবো , আমাকে একটা খুন করতেই হবে ,
পলাতক আসামী হয়ে পালিয়ে বেড়াব দিন কয়েক।
তার পর আটকে যাবো
জেল খানার সাড়ে বাইশ ফুট উচু প্রাচীরে ।
ভেবেছিলাম একটা স্বপ্ন দেখব
বেঁচে থাকার,ভালোবাসার আর ভালো থাকার ।
কিন্তু কোন কারণে আমি
আজো ভেবেই যাচ্ছি ।
ভেবেছিলাম যা, তা নিয়েই ভাবছি আর তলিয়ে যাচ্ছি,
সূর্যের সাথে যেন আড়ি দিয়েছি
দিনের আলোতে ঘুমিয়ে যে দিবাস্বপ্ন দেখি
তা আমার নাগালের বাইরে হারিয়ে যায় ।
এই শহরে ,
রাতের অন্ধকারে চাঁদের আলোও ধরা দেয়না
ছাদের কোন ঘেসে দাঁড়িয় থাকি ,
আর ঐ দূরে উচু দালানে খোপ খোপ আলো দেখি ।
___________
১৮ স্বপ্টেম্বর ২০১৬

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন