রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

দিবাস্বপ্ন




দিবাস্বপ্ন  
                                   - মোহাম্মদ শাকিরুল ইসলাম

ভেবেছিলাম দূরে কোথাও যাবো
যেখানে উচু পাহাড়ের  পায়ে আছড়ে পড়ে ঢেউ,
হারিয়ে যাবো নিঝুম দ্বীপে
যেখানে কোথাও নেই কেউ

ভেবেছিলাম এক পড়ন্ত বিকেলে
রমনা পার্কের বেঞ্চিতে গা এলিয়ে
কাটিয়ে দিব আমার কয়েক হাজার মিনিট  

কোন একদিন ,
মিরপুরে রাস্তার পাশে
বাদামি গমের রুটি আর মরিচ ভর্তা দিয়ে 
দুপুরের খাবার টা সেরে নিব

ভেবেছিলাম কোন এক রাতে
কমলাপুর রেলস্টেশনে, পুরোনো খবরের কাগজ
বিছিয়ে গুটি মেরে পরে থাকবো

আরো ভেবেছিলাম
খুন করবো , আমাকে একটা খুন করতেই হবে ,
পলাতক আসামী হয়ে পালিয়ে বেড়াব দিন কয়েক
তার পর আটকে যাবো
জেল খানার সাড়ে বাইশ ফুট উচু প্রাচীরে

ভেবেছিলাম একটা স্বপ্ন দেখব
বেঁচে থাকার,ভালোবাসার আর ভালো থাকার
কিন্তু কোন কারণে আমি
আজো ভেবেই যাচ্ছি

ভেবেছিলাম যা, তা নিয়েই ভাবছি আর তলিয়ে যাচ্ছি,
সূর্যের সাথে যেন আড়ি দিয়েছি
দিনের আলোতে ঘুমিয়ে যে দিবাস্বপ্ন দেখি
তা আমার নাগালের বাইরে হারিয়ে যায়

এই শহরে ,
রাতের অন্ধকারে চাঁদের আলোও ধরা দেয়না
ছাদের কোন ঘেসে দাঁড়িয় থাকি ,
আর দূরে উচু দালানে খোপ খোপ আলো দেখি 
___________

                                                                              ১৮ স্বপ্টেম্বর ২০১৬


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন