- মোহাম্মদ শাকিরুল ইসলাম
বলতে পারো আকাশের রঙ নীল হলো কেন?
যদি বলি তোমায় বর্ষায় ভিজিয়ে দিতে
যদি বলি তোমায় শীতের পাতা ঝড়া সৌন্দর্য দেখাতে
যদি বলি শরৎ এর মেঘের খেলায় তোমায় ভাসিয়ে নিতে।
জানি সবই সত্যি বলে নিরন্তর আস্থায় হাতটি ধরবে
হাটব নগর ও মেঠোপথে আকাশ দেখবে তুমি!
আর আমার চোখদুটো আমার অনিন্দ্য সুন্দর মুখখানি।
যে মুখে হাসির ঝলকে বিদ্যুৎ শিহরণ পাই শিরা-উপশিরায়।
আকাশ দিলাম তোমায় আমি, দিলাম মেঘমালা
মেঠো পথে হাত চলো হারাই এইবেলায়।
যেখনো আর নেই শব্দের অত্যাচার,
পাতা ও ডেউয়ের গানের সুরে সুখের সমাহার।
-নভেম্বর ২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন