রবিবার, ১ মে, ২০১৬

জানালার পাশে এলো চুলের মেয়েটি

জানালার পাশে এলো চুলের মেয়েটি
    -মোহাম্মদ শাকিরুল ইসলাম

ফোটা গুলো অবিরত ভিজিয়ে যাচ্ছে
কান্না হয়ে নয়, হয়ে সুখের উন্মেষ
অনেক ভুলের পর আজ পরিশুদ্ধির সূচনা।

কেঁদেছ অনেক, বসে জানালা ওপাশে
তোমার ঘরের কোনে চড়ুইপাখি আর্তনাদ,
মুছে দিতে তোমার অশ্রুধারা।
অশ্রু সিক্ত জানালার বাইরে সবুজ ঘাস
প্রাণহীন মাটির দেয়াল বেয়ে উঠে এসেছিল,
ছুয়ে দিতে তোমার শুস্ক শরীর।

প্রতিবন্ধক বিহীন জানালায় এলো  চুলের মেয়ে
খুজে ফিরেছিলে এই অপরাধীকে,
ভয় সে পেত যে তোমার মাটির ঘরের ছায়াও
তোমার দেখা পাবার ব্যার্থ আবেদন যেন
দূর থেকে তোমার উঠোনের প্রবেশ পথেই আবদ্ধ।

হ্যা আজ তোমার উঠোনেই এসে দাড়াই
ঘর কোনে জাম গাছের ছায়ায় আমার সন্ধ্যা,
প্রতিবন্ধক বিহীন জানালায় উকি দিছে তোমার চোখ
চড়ুই ছানাগুলো চোখ ফুটবে বলে,
মুয়াজ্জিনের আজানের ডাক বলে দেয় আজ যাই,
উষ্ণতা দিতে ফিরে আসে মা চড়ুই।

আমার সমস্ত অন্তর আত্মা তোমার তরে রেখে যাই
সেই জানালার সোজা বেয়ে উঠা ঘাসেদের কাছে
ওরা ছোট ঘাস ফুল হয়ে
ছড়িয়ে যাবে তোমার এক ইন্দিয়ে,
এই পরম সুখে দেখবে বাতাসে আমার কান্না
ভিজিয়ে দিবে উষ্ণ তোমাকে।

আমার ফিরে আসার অপেক্ষায় আবারো অই চোখ দুটো,
চেয়ে থাকে আমার চলে যাওয়া পথ ধরে,
ফিরে তাকাতেই দেখি কেউ দৌড়ে আসছে
ঝাপটে ধরে আমাকে, আলতো করে চুমু খাচ্ছে আমার কপালে,
না আর যাওয়া হলো না, রেখে দিলে আমায়
থেকে গেলাম আবারো বেচে গেলাম তোমার তরে,
আমার চির চাওয়া সেই গন্তব্য,
যেখানে সুরক্ষিত আমার রক্তপাম্প।

---
পহেলা মে, দুহাজার ষোল।
রোদে পোড়া গ্রীষ্মের দুপুরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন