আমার গায়ে তোমার গন্ধ পাই
তুমি মিশে গিয়েছ এই আমাতে
যাকে অবলম্বন করেছ
তুমি মিশে গিয়েছ এই আমাতে
যাকে অবলম্বন করেছ
দিয়েছ আলতো ছোঁয়া।
তোমার প্রথম স্পর্শে
শিহরিত হয়েছিল যার সর্বাঙ্গ
সেই তোমাতেই মিশে আছি
স্বপ্ন কি জাগরণে
সারাবেলা এলোমেলো তুমি
আমাকে নিয়ে তোমার
এলোপাথাড়ি ভাবনার যেন নেই শেষ।
শিহরিত হয়েছিল যার সর্বাঙ্গ
সেই তোমাতেই মিশে আছি
স্বপ্ন কি জাগরণে
সারাবেলা এলোমেলো তুমি
আমাকে নিয়ে তোমার
এলোপাথাড়ি ভাবনার যেন নেই শেষ।
কবে নাগাদ দেখা হয়েছিল
দিন তারিখ মনে নেই
হয়তো সপ্তাহ এক
হাপিয়ে উঠেছি এতেই।
দিন তারিখ মনে নেই
হয়তো সপ্তাহ এক
হাপিয়ে উঠেছি এতেই।
এই আমাতেই যে তুমি
বাধা পড়ে আছো
এক অদৃশ্য বাঁধনে,
যা পাহাড় সম শক্তিতে
আগলে রেখেছে আমাদের পৃথিবী।
বাধা পড়ে আছো
এক অদৃশ্য বাঁধনে,
যা পাহাড় সম শক্তিতে
আগলে রেখেছে আমাদের পৃথিবী।
এই পৃথিবীতে দুই নাগরিক
যেন দাপিয়ে বেড়াই এপারওপার
যে রাজ্যের মহারানী হয়ে
যেন দাপিয়ে বেড়াই এপারওপার
যে রাজ্যের মহারানী হয়ে
আমাকে করেছ তোমার সিংহাসন।
আমি চাইনি রাজাধিরাজ হতে
তোমার সিংহাসন এ কম কিসে,
পেয়েছি তোমাকে একান্ত আপনে করে
আমার কোল জুড়ে
ঠিক বুকের মাঝে ভর দিয়ে আছো তুমি।
তোমার সিংহাসন এ কম কিসে,
পেয়েছি তোমাকে একান্ত আপনে করে
আমার কোল জুড়ে
ঠিক বুকের মাঝে ভর দিয়ে আছো তুমি।
______
২০ ডিসেম্বর ২০১৬

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন