একটি দুঃস্বপ্ন
__ মোহাম্মদ শাকিরুল ইসলাম
সমুদ্র জ্বলছে আগুনের শিখায়
কাঁকেদের দল যে পানিতে সাঁতরে বেড়াত
সন্ধ্যার আলোক প্রদীপ নিয়ে আসতো যেখানে জোনাকির দল
সে সমুদ্রে আজ উত্তাপ ।
বিদ্রোহী মাছেদের দল
ওত পেতে আছে কালো বিড়ালের দল,
ছোঁ মেরে নিয়ে যাবে যেন মুরগির ছাও
শকুনের আনাগোনা লোকালয়ে ।
গভীর রাতে চিলের ডানা ঝাপটানোর শব্দে ঘুম ভাঙ্গে
দিনে প্রখর রোদে ঘুরে বেড়ায় বাদুরের দল
এত সব দুঃস্বপ্নের পর ঘুম ভেঙ্গে জেগে উঠে
এক নিষ্পাপ মনুষ্য শিশু ।
হারিয়ে যায়নি মানুষের দল
শুধু খুজে পাওয়া যাচ্ছে না মানবিকতাকে
হারিয়ে গিয়েছেও গত হয়েছে অনেক আগেই ।
শিশুটি স্বপ্ন দেখে জেগে উঠেছে
হাজারো ভালো মানুষ তার চারিপাশে,
তবে এ শুধুই একটি স্বপ্ন এবং একটি দুঃস্বপ্ন ।
_
২৬শে জুলাই ২০১৬,মঙ্গল বার ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন