মঙ্গলবার, ১৮ মে, ২০২১

তুমি আছো বলেই

 তুমি আছো বলেই

- মোহাম্মদ শাকিরুল ইসলাম


এই তুমি আছো বলেই দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যাচ্ছি,

এই তোমার ভালবাসায় সিক্ত হয়ে বেঁচে আছি।

তুমি না থাকলে, হয়তো সে কবেই

এই শহরের ধূলিকণায় হারিয়ে যেতাম,

কিংবা শহর থেকে পালিয়ে পালিয়ে বেড়াতাম।


এইতো তোমার পাশে থাকব বলে,

প্রতিদিন ১১০০ মিটার পাড়ি দিয়ে

আবার সমান দূরত্ব ফিরে আসি।

তাই তো মনে নেই কোনো সংকোচ

নির্ভয় বলতে পারি ভালোবাসি ভালোবাসি!!




শুভ জন্মদিন প্রিয় পারু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন