সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

স্পর্শ ও দূরত্ব





কাছাকাছি থাকার আকুলতা ও স্পর্শ

আমাদের প্রতিটি মূহুর্তকে দিয়েছে প্রাণ, করেছে উজ্জীবিত।

মন থেকে মনের ও আত্মার ব্যাবধানে কে

ঐ মুখশ্রী ও কণ্ঠস্বর এনে দেয় অসীম প্রশান্তি।


তোমার স্পর্শের উষ্ণতায় প্রানে হয় জীবনের সঞ্চার,

পৃথিবী নামক গ্রহের এই ক্ষুদ্র প্রাণে আসে অসম জীবনীশক্তি।


ঘুচে যাক জগতের সকল বাধা, উন্মুক্ত হোক আকাশ

মুছে যাক দূরত্ব সব, পরবর্তি জিবনেও হোক স্পর্শের সঞ্চার!


-

স্পর্শ ও দূরত্ব

© শাকিরুল 

May 18, 2023
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন