_পথ চলা
শাকিরুল ইসলাম
আজ খুব একা আমি,
দিন শেষে আমি এক শ্রান্ত পথিক।
পথহীন চলার আনন্দে চলেছি এই পথে।
হাজারো পথিকের মাঝে
আবার পথ খুজে চলেছি।
সবাই তার পথে চলছে
কেউ হয়তো আমার মতো ক্লান্ত হয়ে,
বসেছে কোন এক বৃক্ষের ছায়ায়।
আগমনী বার্তা শুনে আবার পথ চলা।
কিন্তু একি আমার পথ যে এখানেই শেষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন