______বুকে আমার
মোঃ শাকিরুল ইসলাম
এই জানো,
বুকে আমার পশম গজিয়েছে!
আগে যখন বুকে মাথা রেখে বলতে,
-"তোমার বুকে পশম নেই কেন "
আমি তখন বলতাম,
এতদিন বুকে কেউ মাথা রাখেনি তো তাই।
সেই তোমার স্পর্শ পেয়ে,
আজ বুকে আমার পশম গজিয়েছে।
কিন্তু তুমি আজ আর নেই কাছে
বুকে আমার শুন্যতা আর হাহাকার।
প্রতিটি পশম আজ,
তোমার স্পর্শ খোজে।
আজ বুকে আমার শুধু মাংসের গন্ধ
তোমার সেই পারফিউমের গন্ধ,
আজ মুছে যাচ্ছে।
তোমার গায়ের সেই
চন্দনের গন্ধটা আজো
আমার নাকে মুখে হৃদয়ে লেগে আছে।
তুমি রয়েছ আজো,
বুকে আমার।
কাব্য প্রেমি যারা তাদের মনের অন্যতম চিন্তার জায়গা এই কাব্য, সেই কাব্যকে প্রকাশিত বা উন্মোচিত করার ক্ষুদ্র প্রয়াসই হচ্ছে কাব্যকথন।
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
বুকে আমার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন