কাঠবাদাম
____ শাকিরুল ইসলাম
গ্রীষ্মের দাবদাহ বিলীন হইবার পথে
কাচা ঘুম ভাঙ্গিয়া দেখি
দখিনা জানালা দিয়ে
বনানী দুলানো শীতল বাতাসের আগমন
গাছের পাতারা বিদায়ের প্রহর গুনিতে ব্যাস্ত
পরম প্রতিক্ষায় শিমুল কৃষ্ণচূড়া গাছগুলো
এইতো দিন কয়েকের ব্যাবধান
কোন এক হাড় কাপানো সকালে
দৃষ্টিগোচর হইবে, বারান্দার টবে
ক্যাকটাস এর গায়ে জমিয়াছে শিশির বিন্দু
সকালের সোনা ঝরা রৌদ্র পোহাইতে
বাড়ি হইতে দখিন পা বাড়াইতেই দেখি
ঘাসের বুকে শিশির ঝরা পদ চিহ্ন
হ্যা ভোরেই কাগজ ওয়ালা আসিয়াছিল
তারি পদচিহ্ন এই ঘাসের বুকে
অনন্যার হাতের এক কাপ চা
ও সকালের সতেজ কাগজটাকে নিয়ে
বারান্দায় বসিয়া চোখ বুলাতেই হয়তো দেখব
"শীতার্তদের খবর"
হয়তো কোন হত দরিদ্র বৃদ্ধা
শীতের প্রকোপে মারা গিয়েছেন !
পত্রিকা হতে চোক সরিয়ে
দোতলার বারান্দা থেকে
রুক্ষ দুই নয়ন তখন পথের পানে
বালকের একটা দল,
কাঠবাদাম গাছের তলায় ভিড় জমাইয়াছে
একি! এই প্রবল শীতে
হাফপ্যান্ট পড়া কিছু বালক
গায়ে নেই কোন জামা
কাধে বিশাল চটের বস্তা
নির্লিপ্ত চোখে এদিক ওদিক করে
কাঠ বাদাম কুড়াইতেছে
প্রবল শিতের সব কষ্ট যেন বিলীন হয় গেছে
শুধু কাঠবাদাম কুড়ানোর আনন্দে।
*******------
___[ পড়ার টেবিলে বসিলেই যেন উচাটন মন তার পাংখা মেলিয়া আকাশে বাতাশে উড়াউড়ি শুরু করে। দিন কয়েক আগে মিরপুরে এক সবুজ পাতাময় বিশাল কাঠবাদাম গাছ দেখিয়া কিছু একটা লেখিবার সুপ্ত ইচ্ছে জাগিয়া উঠিল তাই খাতার উপর কলম লইয়া আকি বুকি করিয়া এক গোবর টাইপ কাব্যকথন রচনা করিয়া লইলাম। ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন