___রং তুলির আচরে
শাকিরুল ইসলাম
রংতুলির আচরে একেছি তোমারি এলো চুল
বসে আছি একা আমি তোমারি অপেক্ষায়।
কখন আসবে তুমি,এলো চুলে হাসবে আবার
রংতুলিতে আঁকবো সেই স্নিগ্ধ হাসির ছোঁয়া।
হৃদয় পটে কে, সে তো তুমি
চেতনে অবচেতনে হৃদয়ের রংতুলিতে
শুধুই তুমি, আমার অন্তঃপুরের রানী,
রানী তুমি অপরুপ মায়াবিনী সুহাসিনী
আজো বসে আছি রানী তোমারি অপেক্ষায় ।
হৃদয়ের রংতুলিতে আঁকবো তোমার অম্লান বদনখানি।
তুমি আমার হৃদয়ের আকাশে নীল পরী
রংতুলির আচরে সেই তীক্ষ্ণ চাহনি আজ
পুর্ণতে পেয়েছে।
সাত রংকে করেছে আরো অপরুপ।
নীল পরীর সেই জীবন্ত হাসির অঝর ধারার প্রবাহমান
স্রোত,
আমি ভেসে চলেছি সেই স্রোতের তোড়ে।
এ শুধুই কল্পনা, আজো আমার নীল পরীর
দেখা মিলেনি।
এ অপেক্ষা শুধু নীল পরীর জন্য,
শুধু তোমার সেই মিষ্টি হাসির জন্য।
আমার এ অধির অপেক্ষা, এ অপেক্ষা আমার রংতুলির
যে এই হৃদয়ে আঁকবো শুধু তোমাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন