আজ আমি সাইকো
- মোহাম্মদ শাকিরুল ইসলাম
আজ আর আমার মস্তিষ্ক চিন্তা করে না
হাত আর আলতো করে কলমটা ধরে না
আজ আর নেই কোন প্রতিক্রিয়া, নেই অভিমান
শুধু নির্বাক সময় ক্ষেপন করা।
তরুনীর খোলা চুল আজ আর মনে দোলা দেয় না
আজ আমি অসার,নিথর এক মাংস পিন্ড
এই ইট বালুর শহরে আজ আমি খোপের কবুতর
কতদিন হলো কাদামাটির স্পর্শ হীন
আজো সেই ধানক্ষেতের সরু আল ধরে
প্রবল বেগে ছুটে চলতে ইচ্ছে হয়
আজ আমার মস্তিষ্কের নিউরন গুলো সারা দেয় না
দিন আর রাতের মাঝে তফাত বুঝি না
দিনে ঘুমে দুই চোখ জড়িয়ে আসে
রাত কাটে নির্ঘুম, নৈশ্যপ্রহীর বাশির শব্দ
আর গলির কুকুরের আর্তনাদ শুনি
আজ আমি সাইকো, আজ আমি উন্মাদ
নজরুল আমার রক্তে দেয় নটরাজ হবার দিশা
হতে চাই আমি বিদ্রোহীর সেই ধুর্ঝটি
এলো কেশে ঘুরে বেরাতে চাই হিমুর
মতো খালি পায়ে
সত্যি আজ আমি! কি!??
হা হা হা আজ আমি সাইকো
***
[ খুব খারাপ লাগছে :( প্রথমে লিখে পোস্ট
করেছিলাম ঠিক ভাবে তবে ফোনের
মজিলা ফায়ারফক্সে ভূল
সংশোধন করতে গিয়ে আমার প্রথম লেখার প্রথম ৪
লাইন গায়েব হয়ে গেল , ফোনে লিখেছিলাম তাই
আর অন্য কোথাও ডকুমেন্ট নাই, কি ছিল সেই চার
লাইন আমি নিজেও মনে করতে পারছি না তাই
আবার কি গোবর মার্কা ৪ লাইন বানাইলাম ,
ইন্সট্যান্ট লেখার এইই এক ঝামেলা,
সত্যি আমি সাইকো]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন