সোমবার, ২৩ মার্চ, ২০১৫

কি দোষছিল ছেলেটির?

কি দোষ ছিল ছেলেটির?
     
              -মোহাম্মদ শাকিরুল ইসলাম

মাথা গোজার ঠাই ছিল না
        রোগে,শোকে পেত না কাউকে পাশে
রাস্তার ধারে অবহেলায় পরে আছে
         কার কি আসে যায় তাতে?

মার্চের দাবদাহে তার দিনভর ছুটে চলা
          শুধু ছোট ঐ পাকস্থলীকে সান্তনা দেবার জন্য,
গায়ের ধূসর চামড়ার উপর ধুলার আস্তরণ
         কালো মিশমিশে মিন্ময় দেহ
         ধুলোমাখা এলোমেলো কুঁকড়া চুল
ঠিক যেন নজরুলের বাবড়ি দোলানো

সারাদিন শেষে একদম শ্রান্ত বেশে
              সেই ছেলেটি,বয়স দশ কি বারো!
নেই মনে যার সংকোচ নেই ভয়

হয়তো রাস্তার ধারে
          নয়তো টিএসসি'র মোড়ে
মাথার নিচে অর্ধাংশ ইট
         গভীর রাত,নিদ্রারত অকুতোভয় প্রাণ

হঠাৎ এক বুলেটের আঘতে
          ঝাঝরা সেই ধূলো মাখা বুক
কাতরাতে শুনেছিল সে
           দপ দপ! চলার আওয়াজ

উড়ন্ত শকুনে মতো কিছু কালো ছায়া!
             চলে গেল তার সামনে দিয়ে
সোজা ছাত্রাবাসের দিকে।

চারদিক তিমির কালো
            না তার পর দেখেনি সে আর কিছু,
গভীর নিদ্রা নিয়েছে তার পিছু।
             কি দোষ ছিল ছেলেটির?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন