বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫

মেকি সে কি?

মেকি সে কি?
      মোহাম্মদ শাকিরুল ইসলাম
___________________________

যেখানে শেষ বলে কিছু আছে
সেখানে শুরুতেই হারাবার ভয় কিসে?
যেখানে কাছে আসার আকুলতা আছে
সেখানে দুরুত্তের ভয় থাকে পিছে।

যেখানে কাছে আসাতেই নেই ভয়
সে আসা তো মন থেকে নয়।

যে আবেগে নেই কোন কষ্ট
সে তো আবেগ নয় খুব স্পষ্ট।

হয়তো সম্মোহনে তারা ছিল একাকার
নয়তো কি সে উন্মাদ নির্বিকার।

তো মেকি সে কি?
হৃদয়ের উন্মীলন
নির্ঘুম রাত্রিযাপন
দিনান্তে শত কল্পনা
আশার জালবুনন
আর হারাবার আশংকা।

শুধু প্রশ্ন হয়েই রয়ে যায় তাতে
যাতে নেই যার বহিঃপ্রকাশ
তাতে শুধুই একফোটা স্পর্শের প্রাপ্তি।

__________________
১৫ সাত ২০১৫
বুধবার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন