রবিবার, ১২ জুলাই, ২০১৫

একলা সে যে

একলা  সে যে
        মোহাম্মদ শাকিরুল ইসলাম
_____________________________

অবোধ আমি,  নীরব আমি
দিন কি রাত  অন্তরালে একাই আমার বাস
তোমার কথা ভাবতেই গেলেই আমার সর্বনাশ

চাইনা আমি কাউকে কাছে
মিছে কারো ঘুরতে পাছে
একাই আমি রাজ্য সাজাই
কল্পনাতেই উল্কা তাপাই।

উড়ি আমি আকাশ পাতাল
খুজি না আর সে মহাকাল।

দিন শেষে আর  রিক্ত বেশে
নিদ্রা কাটাই অনিদ্রা বেশে
হচ্ছে না ভাবা আর তোমায় শেষে।

দিন যাপি আর যেমন তেমন
তন্দ্রাবিষ্ট ক্লান্ত বেশে
একাই আমি একলা সে যে।

______________
১২ সাত ২০১৫
দুপ্রহরের ক্লান্তি আমার
_________________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন