শনিবার, ১ আগস্ট, ২০১৫

আলিঙ্গন

তোমার বুকে মাথা রেখে
হৃদস্পন্দন  শুনি
অসম গতিতে বেড়ে যায় ধমনীর উঠানামা
নিশ্চিন্তে চোখ বুজে থাকতে পারি।

পাড়ি দিতে পারি অনন্ত সময়
খুজে পাই আমার আশ্রয়
যে শত বাধাবিপত্তি থেকে
ধরনীর কোলাহল থেকে
দিতে পারে মুক্তি।

শুধু একটু আলিঙ্গন
যা দিতে পারে এত সুখ
ভুলিয়ে দিতে পারে শত মৃত্যুযন্ত্রণা

________________
আলিঙ্গন
মোহাম্মদ শাকিরুল ইসলাম
_________________ ০১.০৮.২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন