রবিবার, ২ আগস্ট, ২০১৫

বড্ড ভয় যে আমার

বড্ড ভয় যে আমার

         মোহাম্মদ শাকিরুল ইসলাম
_________________________

এতটা কাছে যেতে চাইনি কখনো
চাইনি এতটা ভালোলাগা আর প্রশান্তি
কখনো বুঝনি তুই এতটা কাছে আসবি।

ভাবিনি বাড়িয়ে দিবি তোর দুটি হাত
শক্ত করে চেপে ধরবি একদম আঠার মত
ভাবিনি আগলে রাখবি তোর চোখের সীমানায়

চাইনি এটতা প্রশান্তি
চাইনি হোক তোকে কাছে পাওয়া
হারানোর বড্ড ভয় যে আমার।

কাছে পেয়ে হারানো
সে যে বেচে থেকেও মৃত্যুযন্ত্রণা
আর কাছে না যাওয়াতে
বেচেথাকা দূর বহুদুরে

চেয়েছিলাম তবু
হোকনা মরণ তবু হাত দুটো ধরতে পারি
এতেই ম্লান হয়ে যায় শত মৃত্যুযন্ত্রণা

হারিয়ে যাসনে
থাকিস ছায়া হয়ে
যখন থাকবে না সূর্য,চাঁদ
তখনো যেন ছায়া হয়ে পাশে পাই।
পাই অন্ধকারে,দুর্বিষহ বেদনায়।

________________
পহেলা আগস্ট ২০১৫
_________________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন