শেষের পরেও
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম
তুমি না আমিই যেন ভুলে গেছি তোমায়
আগের মত আর খোজ নেই না।
দিনে তিনবার হয়তো জিজ্ঞেস করি না
কি করছো, আজ আর কি কিচ্ছু জানিনা
হ্যাঁ সবদোষ আমার
আগের মতো আর নেই আমি
তোমার ছেলেমানুষি গুলো আর ভাল্লাগেনা
হয়তো বদলে গেছি আমি।
সবদোষ যেন আমারই
সেই দিনগুলোতে
যখন আমার খোজ নিতে
আমার মিস করতে
সকাল দুপুরে ক্ষুদেবার্তা আসতো
আজ আর আসে না।
হ্যাঁ সব অভিযোগ আমারই উপর
কিন্তু তোমার কি কিচ্ছু করার নেই
এমন নির্বাকে কেন তুমি
আর ফিরেও তাকালে না পিছু
হয়তো শেষের পরেও বলার ছিল কিছু।
_______০৫.০৭.২০১৫
_____রবিবার
__ ১১:২০ AM
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন