তুই
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম
তোর শত দুই এক
অথবা দুইখানা বন্ধু থাকুক
আমি চাই শুধু তোর এক হতে
আমি চাইনা তোকে মনে রাখতে
কিন্তু চাই তুই আমাকে মনে রাখবি
চাইনা আমি তুই কাছে থাক
তবু চাই তুই কাছে টানবি
চাইনা কেউ আমাকে গভীরাতে
ফোন দিয়ে বলুক কিরে কেমন আছিস?
তবুচাই তুই আমকে প্রতিসেকেন্ডে জ্বালাতন কর
চাই রাত দুপুরে বল
তোর রাস্তায় হাটতে ইচ্ছে করছে
আমি চাইনা আমাকে পাশে নিয়ে হাট
তবু আমিচাই সামনে থেকে আমার হাতটা ধরে
জোর করে টেনে নিয়ে যা
চাইনা শীতের সকালে ঘুম ভাঙিয়ে
সকালের সূর্যদয় দেখতে বলুক কেউ
তবুচাই কেউ আমায় বলুক
দেখ সকালের সূর্যটা কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে
আমিচাই না সূর্যটা আমায় দেখুক
তবুচাই তুই আমার মুখের দিকে তাকিয়ে থাক
লাল আভায় তোর মুখ উজ্জ্বল হয়ে যাক
আমি চাই না কাউকে মনে রাখতে
আমক চাই কেউ আমায় মনে রাখুক০
সেই সে হয়তো শুধু তুই
আমি চাইনা তুই চলে যা
তবু চাই,
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও
যেন বলিস
তোর শেষ জীবন আশ
শুধু আমায় দেখতে চাস।
০৪!০৭!২০১৫
প্রভাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন