শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫

কোথা পাবো তারে

কোথা পাবো তারে
___ মোহাম্মদ শাকিরুল ইসলাম

শত কাজে মোর বাধা পড়িয়া যায় ভাবিতে গিয়া তারে
তাইতো তাহারে খুজিয়া ফিরি প্রত্যেক দ্বারে দ্বারে।

এ ঘর খুজিয়া ও ঘর খুজিয়া যখনি ফিরিব বাড়ি
আচমকা আসিয়া সে যে দাড়ায় পথ আগলে আমারি।

নির্বাক চোক তাকিয়ে থাকি, পড়ে না চোখের পাতা
কোকিলের ডাকে ঘোর ভাঙিল তবে ভাঙিল না মোর সুর।

বাড়ি ফিরিয়া আবারো বসিয়া ভাবিতে থাকি তারে
কোথায় গেলে খুজিয়া পবো মোর হিয়ারে।

#০৬ আগস্ট ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন