নির্বাক আহবান
____মোহাম্মদ শাকিরুল ইসলাম
দুয়ারে আসিয়া দাঁড়াইয়াছি খুলিয়া দিলে কপাট
ঝাপটে পড়িয়া লেপ্টে ধরিলে,দিলে আমায় আশ।
সেই তোমারে ছাড়ি কি করে, এ হৃদয় আমার নয়কো একার
ভাগ বসিয়েছ তুমি,সেই তোমারে বক্ষে রাখি দিয়ে হাজার চুমি।
আগলে যদি নিবে আমায়, ভয় কি সে যে পিছু তাড়ায়
ভয় কে আমি ডরি নাকো, জিতব ঠিকই তোমায়।
দিন যে আমার যেমন তেমন,রাত্রি কাটে ঝিঝির ডাকে
বুকটা শুধুই তোমায় হাকে, পাওকি শুনতি আহবান।
চাইনা আমি বিষাধ সিন্ধু
না কিচ্ছুও চাইনা আজ, শুধু এক চিমটি প্রশান্তি চাই।
১০ আগস্ট ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন