মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬

পথিকের জন্য পথ হয়েছিলাম

পথিকের জন্য পথ হয়েছিলাম
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম

ছোট একটি পথ ছিলাম আমি
দুরন্ত বালিকাটি দু হাত মেলে দিয়ে
কাকতাড়ুয়া হয়ে হেলে দুলে হেটে যেত
বড্ড ভয় পেতাম এই বুঝি পড়ে যাবে মেয়েটি।

আমি রাস্তা ছিলাম
দল বেধে কিশোরীর দল স্কুলে যেত,
তাদের চলার ছন্দে নেতিয়ে যেত কিছু ঘাস
বুক চিরে বয়ে চলত  ধুলিমাখা এক রেখা।

মেঠো পথ হয়েছিলাম আমি
পেয়েছিলাম একটি মাত্র পথিক
আলতো পায়ে সকাল,বিকেল,সন্ধ্যা
সারাটি বেলা আলতো পায়ে হেটে বেড়াত।
আমার বুকে তখন শুধুই সবুজ ঘাসের সমারোহ,
তাহার স্পর্শে ঘাসের দল যে বড্ড খুশি।

আমি মেঠো পথ হয়েই আছি
আজ পথিকের পদাঘাতে ক্ষতবিক্ষত আমি
ঘাসেদের দল বিলুপ্তির প্রহর গুনে,
আমি মিশে যেতে চাই
কোন নদী ভাঙানের কবলে পড়তে চাই।

না আমি রাজ পথ হবো
ইট পাথরের আস্তরণে ছেয়ে যাবো।
হবো হাজারো পথিকের
কত সুখ দুঃখের সাথী হবো
আর একলা মনে কথা কবো।

___
০৫ জানুয়ারি ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন