অন্তঃদহনে পুড়ি
---মোহাম্মদ শাকিরুল ইসলাম
আজ শুধুই অন্তঃদহনে পুড়ি
আজ শুধুই তোমাকে খুজি।
তোমার মাঝেই আমার উন্মাদনা
আজ সব যেন দুঃস্বপ্ন আর নীলাভ বেদনা
তোমাতে দিয়েছি যত কষ্ট
আজ দেখে যাও আমাকে
তোমাকে দেওয়া সব দুঃখ কষ্ট
আজ খুবলে খাচ্ছে আমায়
তবু কতশত আর্তনাদেও পাইনা যে তোমায়।
আজ শুধুই তোমাকে মনে পড়ে
আজ শুধুই কান্নার রোল পড়ে
আমার ভেতরে বাহিরে সব খানে।
তোমার কণ্ঠস্বর শুনার জন্য আজ ব্যাকুল হই
তোমার মুখের হাসি দেখার জন্য চেয়ে রই
তোমার একচিলতে হাসিভরা আলোকচিত্র দেখি
আর বুকের মাঝে একটু প্রশান্তির ছোঁয়া।
আমার ছিলে তুমি,হ্যা শুধুই আমার
আজ দুর্বিপাকের অন্তিম সময়ে আমি ছিন্নভিন্ন
আবার আলো আসবে আমার আকাশে
একটা ছোট আশায় আজ বাচি
তোমার প্রিয় সূর্যমুখি আজো পারিনি এনে দিতে,
এইবার সত্যি এনে দিব, শুধু একবার আসো
আবারো বাঁচো আমাতে আর একবার হাসো।
_______
০২ জানুয়ারি ২০১৬
প্রতিটি কাব্য তুমি ছিলে,আছো,থাকবে না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন