বুধবার, ১৬ মার্চ, ২০১৬

একটি চুম্বনের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ

একটি চুম্বনের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ
-মোহাম্মদ শাকিরুল ইসলাম

তোমার একটি চুম্বনের জন্য,
রাজ পথে মিছিল নামাব
দেশজুড়ে তাণ্ডব চালাব,
নিরাপত্তা জোরদার করতে
নামবে হাজারো পুলিশ
দেশজুড়ে নামবে অবহেলিত প্রেমিকদের মিছিল
গণমাধ্যমে বসবে সমালোচনার ঝড়।

১৪৪ দাড়া জারি করা হবে সর্বত্র
গুলিতে আহত হওয়া রমিজকে নিয়ে
সাইবেরিয়া থেকে আজারবাইজান
টেকনাফ থেকে তেতুলিয়াতে
বসবে শত প্রেমিকের আমরণ অনশন।

দেশে দেশে অচলাবস্থা তৈরি হবে
নিজ অস্তিত্ব টিকিয়ে রাখতে
তৈরি হবে রাষ্ট্রভিত্তিক ঐক্যজোট ,
এক খন্ড মানচিত্রে ফাটল ধরবে
শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ,
শুধু তোমার একটি চুম্বনের জন্য।

_____
১৬ মার্চ
২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন