হাতে রাখো হাতে
---মোহাম্মদ শাকিরুল ইসলাম
এক রাশ কষ্টের পরেও
এক বিন্দু সুখের জন্যই কাছে আসি,
তীব্র আর্তনাদ করেও
শেষ নিশ্বাস পর্যন্ত বলতে চাই তোমায় ভালবাসি।
হয়তো যা চেয়েছি
তার চেয়ে বেশী পেয়েছি,
যে পাওয়তেই তৃপ্তি
সেটা হারাতে চাইনা বলেই এত ভয়
যদি হাটো পাশে, রাখো কাছে
শক্ত করে চেপে ধরে রাখব তোমায়।
জানি পাবো ঠিকই
হয়তো সামনে পাহাড় সমান বাধা,
ভয় কিসে আছি তো পাশেই
হাতটা বাড়াও আরো একটু,পাবে আমায়
মাথা টা রাখো বুকে, কি পরম প্রশান্তি
পাচ্ছো কি শুনতে হৃদয়ের অন্তিম চাওয়া
বলো যাবে না কোথাও কবু কখনো।
দিন শেষে যে ভাবছি তোমায়
ঘুমের মাঝেও স্বপ্ন চড়াও
আমার আকাশ দাপিয়ে বেড়াও
আর জড়িয়ে ধরে বলো, তুমি শুধু আমার।
___
১৭ আগস্ট ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন