শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

স্পর্শ আকুলতা

স্পর্শ আকুলতা
-মোহাম্মদ শাকিরুল ইসলাম


জানি কখনো মাটিতে পা রাখোনি,
জানি ওই কংক্রিটের রাস্তায় তোমার চলাচল।
আমি মেঠোপথ, ওই দূর থেকে তোমাকে দেখি,
আর ভাবি ধূলিকণা হয়ে আঁকড়ে বসব তোমার পায়ে
হয়ত ধুয়ে যাবো তবু ক্ষণিকের তরে কাছে পাবো।

তোমাকে আহবান জানাই আসো হেটে চলো এই বুকে
খালি পায়ে অই সারি সারি গাছের ছায়ায় এই মেঠোপথে। 
কখনো কাদাভরা পথে হেটেছ?
কি করে জানবে সেই বিরক্তি মাখা সুখ
এসো চিরতরে হেটে চলো বর্ষা,গ্রীষ্ম,শীত।

আর চলো না অই পথে
তোমার আলতো পা অই পথের তরে নয়
আসো কাদাজল মাখো,
খুজে নাও তোমার চিরচেনা আশ্রয়।

নয়তো আমি আসবো
এঁটেল মাটি হয়ে চলে যাবো কোন ইট ভাঁটায়
নিজেকে পুড়িয়ে দিয়ে রক্তাক্ত হয়ে
ছড়িয়ে যাবো তোমার অই প্রস্তর খচিত পথে।

চেয়েছিলাম ধূলিকণা হয়ে জড়িয়ে ধরতে
নয়তো কাদা হয়ে লেপ্টে থাকতে,
আজ এই কঠিন বুকের উপর দিয়ে হেটে যাও,
তবু সুখ খুঁজি কালো পিচের অই প্রান্ত হতে তোমাকে স্পর্শ করার প্রবল চেষ্টা চালিয়ে যাই।

জানি তোমার পায়ের আঁচড়েই খসে যাবে কালো পিচ,
বের হয়ে আসবে আমার রক্তাক্ত শরীর
আর ছুঁয়ে দিবে তোমায়।

__________
নয়। চার।  ষোল
৯.০৪.২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন