সোমবার, ২৮ মার্চ, ২০১৬

অবশেষে প্রত্যাবর্তন

অবশেষে প্রত্যাবর্তন


                          -মোহাম্মদ শাকিরুল ইসলাম



বুকের ভেতর রক্তপাম্প আরো জোরে কম্পিত হচ্ছে
মস্তিষ্কের পুরোটা জুড়ে তোমার চপলতা,
আজ বড্ড হাপিয়ে যাচ্ছে চিন্তাগুলো
না ক্লান্তি আমাকে ছুঁয়ে যায় না আজ
আমার চিন্তাধারার উন্মাদনা।

এটাই যদি বাস্তবতা হয় তবে আমি পিষে যাচ্ছি
তুমি পারলে আমার আবেগের দায় নিতে 
যেন দায় ছাড়াভাবে হালকা স্রোতে গা ভাসাচ্ছ।

আমি প্রথমের পরের সূর্যাস্তের পূর্বে ফিরে এসেছি
তুমার চৌকাঠের পশ্চিমে দাঁড়িয়েছি,
 তুমি জানতে, হ্যা তাইতো
পরের সূর্যাস্তেও দরজার কবাট ধরে দাঁড়িয়ে।

এই ডুকতে বলবে না আমাকে?
কবাটের হালকা ফাক দিয়ে তোমার বাম চোখ তাকিয়ে আছে,
জলে ছলো ছলো তোমার ঐ চোখের অশ্রু ডেউয়ে
নিজেকে দেখে যেন একবুক প্রশান্তি খুজে পাই।
যেন নাগাসাকিতে দাঁড়িয়ে আছি,
তোমার হাতে আমার রক্তপাম্প বিস্ফোরিত হবার অপেক্ষায়,
 বাঁচতে চাই বলে আর্তনাদ করে যাচ্ছি

পাপিষ্ঠের বুকেও যে দৃঢ় বিস্বাস,সে তুমি
আজো তোমার দিকে ফিরে তাকাতেই মৃত্যু খুঁজে পাই,
জানি মরব না, পারবে না মৃত্যু আমাকে মুক্তি দিতে
দিবে না তোমার হতে, তোমার আমিকে কেড়ে নিতে।




------------------
২৬ মার্চ ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন