বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

সাদাকালো অবহেলা

সাদাকালো অবহেলা
    
            -মোহাম্মদ শাকিরুল ইসলাম

ঘর কোনে মাকড়শারজাল কয়েক
মধ্য রাতের খোলা জানালায় উড়ন্ত সাদা মেঘ,
খোলা জানালায় ভেসে আসছে কারো কথার রিনঝিন আওয়াজ
এ যেন শ্রুতিমধুর কথামালার ঝর্ণাধারা সরল প্রবাহ।

শত এক রাত্রি মৃত্যুকাল শেষে যেন পূর্ণ জীবনের আগমনী,
প্রজ্ঞা তুই ভালোবেসে ছিলি আমায়,
ভুল করেছিলাম আমি, আত্মহননের সকল আয়োজন ছিল
মরেছিলাম আমিও,একরাশ অম্ল ডেলেছিলাম তোর হৃদযন্ত্রে।

আজো ঘরের কোনে মাকড়শারজাল
তোর অবহেলার পরেও অস্ফুটবাক ভালোবাসি
প্রজ্ঞা বেচে আছি আমিও, আর তুই?
অবহেলার পর্বশেষ হবার সেই অপেক্ষা।

____
গ্রীষ্মের দিন / বৈশাখ মাস/১৪২৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন