সোমবার, ৯ মে, ২০১৬

ভালোবাসো তুমিও

ভালোবাসো তুমিও
-মোহাম্মদ শাকিরুল ইসলাম

যদি জানতে কতটা পথ হেটেছ এক সাথে
তবে অবাক হতে তুমি নিজেই।
যদি বুঝতে তুমি একা,
তবে ঠিক টের পেতে পথ কতটা আঁকাবাঁকা।

হয়ত এই পড়ন্ত বিকেলে হাটতে না রেললাইন ধরে,
কেউ তুলে দিত না তোমার হাতে এক ঘাস ফুল।
উল্টো দিকে তোমার অজান্তে ধেয়ে আসা ট্রেন
টের পেতে না তুমি।

রেল লাইনের উপর সমান্তরাল যাত্রা হতো?
সাবলীল ভাষায় হেটে যেতে তুমি লোহার উপর?
আমি আছি পাশেই,
টের পাবেনা কতটা পথ হেটেছ তুমি
পাড়ি দিয়েছ কত ক্রোশ পথ।

উল্লাসে হাসি আমি শব্দহীন আজ,
হ্যা পেরেছি তোমার বিশ্বাস ফিরিয়ে আনতে
হতে পেরেছি তোমার পরম নির্ভরতা।

ঘনিয়ে আসা অন্ধকারেও লাল পুকুড় পাড়ে
জল দানবের ভয়ের গল্প শোনাই,
পাশে বসে হাতের উপর হাত রাখো।
ভালোবাসি আমি ভালোবাসো তুমিও
বিশ্বাসে বাঁচি,ভালোবাসায় থাকি।

___

০৯ মে ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন