নদী তীরে
মোহাম্মদ শাকিরুল ইসলাম
পড়ন্ত বিকেলে নদী
তীরে তুমি আমি
পশ্চিমে খসে পড়ছে
লাল সূর্য
রক্তিম আভা তোমার
চোখে মুখে আলতো করে ছুঁয়ে দিচ্ছে
আমি তাকিয়ে আছি
তোমার চোখের দিকে,
আর তুমি তাকিয়ে
আছো বিকেলের নীড়ে ফেরা
উড়ন্ত পাখিদের
দিকে।
তোমার ঠোটের
কোনে আলতো হাসি
আমি তাকিয়ে, টের পেয়েছিলে তুমি
আর চোখ ফিরে তাকিয়েছিলে আমার দিকে
আর বলেছিলে “কি দেখছো ?”
বলেছিলাম অস্তগামী সূর্যটাকে দেখছি
।
দেখতে দেখতে চারিদিকে আঁধার নেমে এলো
অই পাড়ে শিয়াল গুলো ডাকছে থেকে
থেকে
আর ঝিঁঝিঁ
পোকাদের আলোতে তোমাকে খুজছি।
মাঝ নদীতে একটা
হারিকেনের আলো,
“ মাঝি ভাই যাবে”
বলে হাক ছেড়েছিলাম
প্রত্যুত্তর
এসেছিল “ উজানে খেপ আছে মিয়া ভাই”
তোমার নৌকার
খোঁজে বসেছিলাম ভোর পর্যন্ত।
ভোরের আলো উঠতেই
ফিরেছিল মাঝিটি,
বৈঠা হাতে আমি
নৌকো কোণে
আর তুমি মাচাইয়
ঘেসে দাঁড়িয়ে আছো।
সকালের শুভ্র
আলোকে স্নিগ্ধ তুমি
মৃধু বাতাসে চুল
গুলো উড়ছে।
গতকাল বিকেলে
নীড়ে ফিরে যাওয়া পাখিগুলো
আবার উড়ে চলেছে
কোথাও
আর তখনো তুমি আমি
নদীকে ঘিড়ে
একবার মাঝ নদীতে ,একবার
নদী তীরে।
______ ২৮ জুন ২০১৬

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন