ভিজেছিলাম
__মোহাম্মদ
শাকিরুল ইসলাম
বৃষ্টি কখনোই আমাকে ছোঁতে পারেনি
পিচ ডালা পথে হাটছিলাম
দক্ষিণ থেকে ধেয়ে আসছিল বৃষ্টির
শতদল
আশ্রয় নিয়েছিলাম কোন এক চায়ের স্টলে।
মেঘদের ছায়ায় হেঁটেছি কত
তবু বৃষ্টি আমায় ছোঁতে পারেনি,
আচমকা আমাকে ভিজিয়ে দেবার
আমাকে ছোবার কত ছলই না করেছিল
তবু বৃষ্টি আমাকে ছোঁতে পারেনি।
কালো মেঘেদের আনাগোনা ছিল সারা
দিন
একটু অন্ধকারেই চেপে বসে ছিলাম
ত্রিচক্রে
কিন্তু না কেউ আমাকে রক্ষা করেনি সেদিন
বৃষ্টি আমাকে ছোঁয়ে দিয়েছিল।
হেটেছিলাম কাঁদা মাখা রাস্তায়
ভিজেছিলাম আর ভালোবেসেছিলাম বৃষ্টিকে।
_________________________
26 jun 2016
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন