আবারো শরৎ আসবে
-মোহাম্মদ শাকিরুল ইসলাম
শরৎ এর নীল আকাশে থেকে থেকে সাদা মেঘেদের দল
প্রখর রোদের দাবদাহে চারিদিক নিস্তব্ধ
হেঁটে চলেছি তুমি আমি কাশবনে
বাতাসও নীরব সেই সাথে সাদা কাশফুল ।
হাঁটতে হাঁটতে নদীর ধারে এসে দাঁড়িয়েছি
সাদা কাশফুলের সাথে শুভ্র তুমি
হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছ ওদের ।
যেন ঘুম থেকে জেগে গেল সবে
এক শীতল হাওয়া বয়ে গেল
তোমার মোহময়তা ছড়িয়ে চারিদিক।
বাতাসে উড়ে যাচ্ছে কিছু পাপড়ি
ঘুঘুদের ডাকে সুরের আবেশে
যেন এক মুঠো আলোকিত স্বর্গ মাঝে
আঁকাবাঁকা পথে ছুটে চলেছি তুমি আমি ।
হাঁটছি তুমি আমি আর আমাদের ছায়া
বাতাসে ফিরে পেয়েছে উচ্ছলতা
ডাকছে পাখিদের দল
নদীর তীর ছোট জলার স্বচ্ছ পানিতে
খেলা করছে ছোট মাছগুলো ।
সূর্যটা তার প্রখরতা তুলে নিয়ে
আলতো করে ছুঁয়ে দিচ্ছে আমাদের
আবদারের তিনটি কাশফুল তোমার হাতে
ফু দিয়ে উড়িয়ে দিচ্ছ পাপড়ি গুলো
আমার গায়ে আকড়ে ধরেছে কিছু উড়ে যাচ্ছে নিরুদ্দেশ ।
এমনি ভাবেই এদিক সেদিক
ও নদীর ওপার বেড়িয়ে সন্ধ্য নেমে এলো
সবাই যেন আবার ঘুমিয়ে যাচ্ছে ,
যেন আমাদের চলে যাওয়া মেনে নিতে পারছে না
থেকে যাই চলো !
শরৎ ফুরিয়ে যাবে যবে
শুকিয়ে যাবে এই বিস্তীর্ন প্রান্তর
কাশবনে আগুন ধরবে একদিন
পুড়ে যাবে সব ,
কে নিভাবে ? এই নদী ?
শুকিয়ে যাচ্ছে সেও তবে কি এখানেই শেষ ।
আবারো একটি শরৎ এর জন্য অপেক্ষা করব তুমি আমি
একটি ! নয় শত একটি ,
আবারো ফিরবে শরৎ ফিরবে শুভ্র কাশফুল ।
_
রবিবার
২৩। ০৭।১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন