সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

এ শহরে


এ শহরে  উদ্ধাস্ত আমি
পায়ে হেঁটে অলি গলি
খুজে বেড়িয়েছি ঘুমোবার জায়গা
কত রঙ কত উচু নিচু।

এ শহরে একা আমি কেউ নেই আমার
একাই হেঁটেছি অনেক পথ
কেউ জিজ্ঞেস করেনি
কেমন আছি,  দুপুরে খেয়েছি কি না?

এ শহরে বিচ্ছিন্ন আমি
পাশের কুঠুরির কেউ
খোঁজ নেয়নি কোন দিন,
এসে বলেনি, কেমন কাটছে দিন?

এ শহরে স্থির আমি
কতগুলো বাস ছেড়ে দিয়েছি
ব্যাস্ত রাস্তা পার হতে থেমেছি অনেকবার
থমকে দাঁড়িয়েছি, করেছি কাউকে অবলম্বন।

তবু এ শহরেই মায়া
এই শহরেই টান
এভাবেই চলছে একটু অভিযান।
______

ডিসেম্বর ২০১৬
মোহাম্মদ শাকিরুল ইসলাম
















1 টি মন্তব্য: