এ শহরে উদ্ধাস্ত আমি
পায়ে হেঁটে অলি গলি
খুজে বেড়িয়েছি ঘুমোবার জায়গা
কত রঙ কত উচু নিচু।
এ শহরে একা আমি
কেউ নেই আমার
একাই হেঁটেছি অনেক পথ
কেউ জিজ্ঞেস করেনি
কেমন আছি, দুপুরে খেয়েছি কি না?
একাই হেঁটেছি অনেক পথ
কেউ জিজ্ঞেস করেনি
কেমন আছি, দুপুরে খেয়েছি কি না?
এ শহরে বিচ্ছিন্ন আমি
পাশের কুঠুরির কেউ
খোঁজ নেয়নি কোন দিন,
এসে বলেনি, কেমন কাটছে দিন?
পাশের কুঠুরির কেউ
খোঁজ নেয়নি কোন দিন,
এসে বলেনি, কেমন কাটছে দিন?
এ শহরে স্থির আমি
কতগুলো বাস ছেড়ে দিয়েছি
ব্যাস্ত রাস্তা পার হতে থেমেছি অনেকবার
থমকে দাঁড়িয়েছি, করেছি কাউকে অবলম্বন।
কতগুলো বাস ছেড়ে দিয়েছি
ব্যাস্ত রাস্তা পার হতে থেমেছি অনেকবার
থমকে দাঁড়িয়েছি, করেছি কাউকে অবলম্বন।
তবু এ শহরেই মায়া
এই শহরেই টান
এভাবেই চলছে একটু অভিযান।
এই শহরেই টান
এভাবেই চলছে একটু অভিযান।
______
ডিসেম্বর ২০১৬
মোহাম্মদ শাকিরুল ইসলাম

কোন মন্তব্য নেই
উত্তরমুছুন