নেই পিছুটান
আকাশের বুকে পাখা মেলে উড়েচলা
এ কম কিসে,
হালকা প্রশান্তি খোঁজে নেওয়া। নেই কি বন্ধুসকল?
তবে একা কেন?
নেই কি বাসস্থান?
তবে ছন্নছাড়া কেন?
ইট কাঠে ও ধুলোবালিতে কি জাদু?
বিশাল সবুজে উড়ে যেতে পারে না কি?
তবে কেন এ প্রহসন?
পেটের তাগিদ?
আমি জানি না,বুঝি না
মাথায় জটলা পাকিয়ে যাচ্ছে
পাগল হয়ে যাচ্ছি। কি জন্য এতো আয়োজন?
কোথায় আমার শেষ গন্তব্য?
কেনই বা এখানে আজ?
আমি কি ছন্নছাড়া?
____________
মোহাম্মদ শাকিরুল ইসলাম
২৭ ফেব্রুয়ারি ২০১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন