সোমবার, ১৩ মার্চ, ২০১৭

প্রত্যাবর্তন


বড্ড ঝড় বয়ে গিয়েছে
শতদিন পর ফিরে এসেছিলাম,
হাজারো প্রশ্ন ছিল নিজের কাছ
তুমি ফিরবে কি না? দেখা হবে তো?

সকাল হতেই ছুটে গিয়েছিলাম
ভেবেছি কি চলছে তোমার মাঝে?
ফোনের ওপার থেকে তোমার কণ্ঠস্বর
আমাকে বলে দিয়েছিল তুমি ফিরবে।

তোমার অস্থিরতা আর হৃদকম্পন
 যেন শুনতে পাচ্ছিলাম।
মনে মনে দৃড় প্রতিজ্ঞ
একটিবার তোমায় না দেখে যাবো না।

এলোমেলো ফ্যাকাসে বদনে হেটে এসেছিলে
বুঝে উঠতে পারছিলাম  না কি বলবো?
কেমন আছো? না কি
তোমায় ফ্যাকাশে লাগছে কেন?

সেই সবুজ টিশার্ট এখনো আছে
যেটি পড়ে বসেছিলাম মাঠের আধমরা ঘাসে
একটু দূরে তোমাদের আদালত
আমি কয়েদির মতো ভয়ার্ত চোখে।

ভালোবাসো জানি তাই ফিরে আসা
ভালো থাকবে বলেই ভালোবাসা
এ যেন স্বার্থপরতা আমার
তোমায় পাবার জন্য।

দুপুড়ের কড়া রোদ পশ্চিমে হেলে পড়ছিল
বাড়ি ফিরব বলে বাসে চেপে বসেছি,
পাশে তুমি, আমি নির্বাক?
কি বলব তোমায়?

যেন দুনিয়ার সকল সুখ এনে দিই মুঠোভরে
এ যেন পাগল প্রায় ছুটোছুটি আমার ভিতরে।
তুমি জানালার দিকে মুখ করে বসেছিলে
আর আমি তোমার দিকে।

শত দিন পরেও তুমি আগের মতোই
শুধু চোখের নিচে হালকা কালি পরেছিল।
এক বোতল পানির এনে দিয়েছিলাম মনে আছে?
তোমার চোখের দিকে তাকাবো,
ভয় লাগছিল,  তুমি কি সত্যি ফিরে এসেছো?

আগের মতো করে নিবে আমায়?
ভালোবাসা, বিশ্বাস সব ফিরিয়ে দেব শুধে আসলে
বলেছিলাম সে দিন।

এর পর কেটে গেল তিনশত পঁয়ষট্টি দিন
এলো চুলের মেয়েটি আছো আমার পাশে
তোমার হাজারো মান অভিমান
এত শত বকা শুনেও ক্লান্তি নেই।

এইতো বসে ভাবছি এখন
সেই সব ভুলেভরা একশত দিন শেষে
আজীবনের তরে ভালোবাসায় প্রত্যাবর্তন।

________________
প্রত্যাবর্তন
মোহাম্মদ শাকিরুল ইসলাম
১৩ মার্চ ২০১৭




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন