তুমি আমার
-মোহাম্মদ শাকিরুল ইসলাম
ভেবেছিলাম খুব কাছের কেউ
যে সকালের ঘুম থেকে ডেকে দিবে,
চেয়েছিলাম ভেতর থেকে
একদম বুকের গভীরে
যেখানে শুধু তোমার জন্য জায়গা রেখেছি।
প্রথম যেদিন দেখেছিলাম
তখন ঠিক দুপুর
বাসের জন্য দাঁড়িয়ে ছিলাম ক্লাসে যাবো বলে।
তুই করে ডেকে জিজ্ঞাস করেছিলাম
তুই এখানে? নাকি, কেমন আছিস?
এই তো ঠিক মনে পড়ছেনা।
দিন তো কম হয় নি
সে প্রায় বছর তিনেক হতে চলেছে,
মনে আছে আমাদের প্রথম ফোনে কথা বলা
প্রথম দেখা করার কথা?
সে কি ভুলবে কেউ না তুমি না আমি?
দিন যেতে যেতে আমাদের তুই
কবে যে তুমি হয়ে গেল টেরই পেলাম না।
এর পর কেটে গেছে নিদ্রাহীন কত রাত,
আমাদের এলেবেলে গল্প,আড্ডা
কথার ফুলঝুরি যেন শেষই হতোনা তখন,
আর আজ হাপিয়ে যাই মূহুর্তেই।
পুরানো হয়ে গেছি বড্ড
ভুল করেছিলাম ভুল করে
তুমি ক্ষমা করে আবার এসেছিলে
তবে সেই তোমাকে কবেই যেন হারিয়েছি।
তুমি এখনো বলো
' না হারাও নি তাকে,এইতো আমি আছি'
তবে বলতে পারো আমি কেন তাকে দেখি না?
তোমার সেই রাগ, অভিমান যাবে কবে?
আজ প্রতিদিন আমরা কেন একা?
কেন দিনের অর্ধেকটা তুমি নেই?
কেন আজ কান্না আসে?
কেন আজ ভেসে যাও তুমি ও?
ভেবেছিলাম খুব কাছের কেউ
যে এক সাথে সারাটি জীবন কাটিয়ে দিবে,
ভেবেছিলাম খুব ভেতর থেকে
ভেবেছিলাম তুমি আমার, শুধু আমার।
-----
১লা জুন ১৭
মধ্যরাত্রি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন