শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

অস্তিত্ব

আমি কেউ নই
নেই অস্তিত্ব আমার 
নেই কিছু ত্রিভুবনে
সবকিছু শুধুই শুন্য।

আমি কেউ নইকো, 
ছিলাম না কখনো কিছু
তবু করছি কাকে তাড়া  
ছুটছি আজো কারো পিছু?
একলা ছন্নছাড়া ।

আমি অদৃশ্য
সদৃশে কে আমি ?  
কি আমার অস্তিত্ব ?
আমি কেউ নই
ছিলাম না কিছুই কখনো 
আমি শুধুই আমার কল্পনা।

_________________
 মোহাম্মদ শাকিরুল ইসলাম
১৪ এপ্রিল ২০১৭



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন