অস্তিত্ব
আমি কেউ নই
নেই অস্তিত্ব আমার
নেই কিছু ত্রিভুবনে
সবকিছু শুধুই শুন্য।
আমি কেউ নইকো,
ছিলাম না কখনো কিছু
তবু করছি কাকে তাড়া
ছুটছি আজো কারো পিছু?
একলা ছন্নছাড়া ।
আমি অদৃশ্য
সদৃশে কে আমি ?
কি আমার অস্তিত্ব ?
আমি কেউ নই
ছিলাম না কিছুই কখনো
আমি শুধুই আমার কল্পনা।
_________________
মোহাম্মদ শাকিরুল ইসলাম
১৪ এপ্রিল ২০১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন