কান্না করিনি আমি,
শুধু অঝোর ধারায় দুচোখ বেয়ে পানি গড়িয়েছিল।
কষ্ট পাইনি আমি,
শুধু বুকের ভেতরটা ফেঁটে যাচ্ছিল।
একটুও ব্যাথা পাইনি
শুধু চাপা আর্তনাদ করেছিলাম,
ডুকরে কেঁদে উঠেছিলাম অনেকবার
কেউ সাড়া দেয় নি।
জানি আমি
একটু হলেও ভালবেসেছিলাম,
চেয়েছিলাম আপন হতে
দুঃখ কষ্ট ভাগাভাগি করতে।
__________________________
একটু হলেও
~ মোহাম্মদ শাকিরুল ইসলাম
জুলাই ২০১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন