বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

ভৌগলিক দূরত্ব ও তুমি

ভৌগলিক দূরত্ব ও তুমি
---- মোহাম্মদ শাকিরুল ইসলাম

তোমার একা না থাকার শত অভিমানে
আমি এই অবেলায় এলোমেলো
কি করব কি খুজে পাচ্ছিনা।

পাখির মত ডানা থাকলে
উড়ে এসে দেখে যেতাম
মাথায় হাতবুলিয়ে,  কপালে চুমুদিয়ে
তোমার সব কষ্ট মুছে দিতাম।

এই যে আমি দূরে আছি
তুমি বুঝতে পারছ দূরত্ব কত যন্ত্রণা দেয়
যখন ফিরে আসব শতগুণ আনন্দ নিয়ে
সেই দিনের কথা ভেবে
একটু থাকো না একা।

আমি তো আছি এই তো খুব কাছেই
এ তো শুধুই ভৌগলিক  দূরত্ব,
আমরা আছি আমাদের মনে
একদম অন্তরালে খুব যতনে ।

____________
৫ সেপ্টেম্বর ২০১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন