স্নিগ্ধতায় তুমি
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম
তোমার সেইসব সহজ স্বীকারোক্তিতে
যে কম কথায় বুঝতে পারো
মুহুর্তে একটুতেই রেগে গিয়ে,
অল্পতেই বুঝে ফেলো।
যে কম কথায় বুঝতে পারো
মুহুর্তে একটুতেই রেগে গিয়ে,
অল্পতেই বুঝে ফেলো।
ক্ষমা করে মুচকি হাসো
ও অনেক বেশী ভালোবাসো।
কথার ফুলঝুরি তে তোমার হারিয়ে
যাওয়া এই আমাকে খুজে পাই পূর্ণতায়
এ যেন অদ্ভুত ভাবানুভূতি।
ও অনেক বেশী ভালোবাসো।
কথার ফুলঝুরি তে তোমার হারিয়ে
যাওয়া এই আমাকে খুজে পাই পূর্ণতায়
এ যেন অদ্ভুত ভাবানুভূতি।
ব্যাকুল আমি তোমার মাঝে অদৃশ্য
খুজে ফিরি দক্ষিণা বাতাসের মতো
মনকে শান্ত করা ভালোবাসার সমীরণ।
যে মুখাবয়ব দর্শনে অন্তরাত্মা শীতল হয়,
হৃদয়ের নদীতে জোয়ার ভাটা খেলা করে
তখনি খুজে পাই এই তো স্নিগ্ধতায় তুমি।
খুজে ফিরি দক্ষিণা বাতাসের মতো
মনকে শান্ত করা ভালোবাসার সমীরণ।
যে মুখাবয়ব দর্শনে অন্তরাত্মা শীতল হয়,
হৃদয়ের নদীতে জোয়ার ভাটা খেলা করে
তখনি খুজে পাই এই তো স্নিগ্ধতায় তুমি।
- ১৪ জুন ২০১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন