পূর্ণতায় তুমি
___ মোহাম্মদ শাকিরুল ইসলাম
___ মোহাম্মদ শাকিরুল ইসলাম
হৃদস্পন্দন ফিরিয়ে দিয়েছ, তুমি ফিরে এসে
জীবন সুন্দর আজ তোমায় পেয়ে কাছে।
অনেক চড়াই উতরাই হয়েছি যে পার
ভালোবাসায় এসেছে শরৎ আষাঢ়।
জীবন সুন্দর আজ তোমায় পেয়ে কাছে।
অনেক চড়াই উতরাই হয়েছি যে পার
ভালোবাসায় এসেছে শরৎ আষাঢ়।
প্রত্যাবর্তনে বলেছি যা ছিল এলোমেলো
দুটি বছর পূর্ণতায় কথা যে হারালো।
শত লাইনেও শেষ হয় নি তোমার কথা বলা,
একজীবন খুবই কম, এই পথ চলা।
দুটি বছর পূর্ণতায় কথা যে হারালো।
শত লাইনেও শেষ হয় নি তোমার কথা বলা,
একজীবন খুবই কম, এই পথ চলা।
অন্যকোন জগতে যদি জীবন ফিরে পাই,
একটাই ইচ্ছে আমার তোমায় ফিরে চাই।
একটাই ইচ্ছে আমার তোমায় ফিরে চাই।
১২ মার্চ ২০১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন