বুধবার, ৬ মার্চ, ২০১৯

শহুরে বিকেলের মৃদু আলোয়

শহুরে বিকেলের মৃদু আলোয়
-- মোহাম্মদ শাকিরুল ইসলাম

মৃদুস্বরে আমার নাম ধরে ডাকছে কেউ
পাতলা-শাল গায়ে জড়িয়ে, মুখে হাসির ঢেউ।
কিছুদূর এগিয়ে কাছে আসতেই,
দুরত্বের বেড়াজাল ছিড়ে পাশা পাশি চলছি।

বাতাসগুলো যেন আমাদের মৃদু ছুয়ে দিচ্ছে,
গত দুদিনের না দেখাতেই হাপিয়ে গিয়েছি
পাশে হাটতেই অন্যভুবনে চলে যাই যেন
শুধু তুমি ছাড়া ক্রমশ সব ঝাপসা হয়ে আসে।

সন্ধ্যার নরম আলোয় ব্যাস্ত শহরের, শান্ত রাস্তায় হাটছি,
নতুন পিচ ঢালা রাস্তার হলুদ বিভক্তিকরন লাইনের একপাশে আমরা।
শহুরে জীবনের ব্যাস্ততার ভীরে
সবাই যেন আমাদের দেখছে অবাক দৃষ্টিতে,
এই তুমি আমি ও আমাদের গল্পের পথচলা।

খুব ইচ্ছে করছে এভাবেই হাঁটতে থাকি
আরো কাছে তোমার হাতটি ধতে,
যেন কথাগুলো পূর্নতা পায় কোমল স্পর্শে।


__
৪ মার্চ ২০১৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন