শনিবার, ২৯ জুন, ২০১৯

স্নিগ্ধকন্যা তুমি-০২

-- মোহাম্মদ শাকিরুল ইসলাম

তোমার কাজল পড়া চোখ
আর কালো ড্যাব ড্যাবে চোখের মনিতে
আমি প্রশান্তি খুজে পেয়েছি
দেখেছি মায়াভরা মুখের সেই আভা।
এত মায়ার অন্য প্রান্তে
মাঝে মাঝে তোমার রাগান্বিত সেই কণ্ঠ,
এ যেন প্রখর রৌদ্রের দিনে
গাছে ছায়ায় ঘুঘু পাখির ডাকের মতো,
কিংবা হঠাৎ প্রচন্ডরকম ঝড়োবাতাসে
অঝোরে ঝড়া বর্ষার জল।
তোমার কথা বলায় যে ছন্দ
পথ চলতে যে তুমি বাসাতের গা ছুয়ে দাও,
হাসিতে তোমার যে ঝর্নার জলস্রোত
সেই তো তুমি, আমার স্নিগ্ধবালিকা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন