ভুলে যাবো একদিন
উড়ে যাবো আমিও,
পড়ে থাকবে নিস্তব্দ ধুলিকণা
শহুরে রাস্তায় কার সাথে হাটবে বলো?
নুরু ভাইয়ের চায়ের দোকানেই বা ঘন্টা দুয়েক
বসে থাকবে কে?
দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাবে কে?
বৃষ্টিতে ভিজতে হয়তো মানা করবে না কেউ
স্টাফ কলেজের সামনে পর্যন্ত পৌছে দেবে কে?
হারিয়ে যাবো একদিন
সময় কে যে ধরে রাখতে পারছিনা,
দুমড়ে মুচড়ে খাচ্ছে আমাকে ওরা।
আজ ঘুমতে যাবার ভয় পাই
স্বপ্নে তুমি এসে গল্প করো আমার সাথে,
কিন্তু জানো ঘুম ভাঙতেই আমি একা
তুমি নেই, কেউ নেই, শুন্যতা।
সকালের নাস্তাটা তো করবে ঠিকই
ভোজ বাড়িতে কলিজা ভুনাও থাকব,
তবে তোমাকে আগারগাওয়ে সেই
খাসির পায়া খাওয়ানো হলোনা।
সারারাত অফিস করে
সকালে ঠিকই কেউ ভাইবা দিতে নিয়ে যাবে,
শুধু আমি বাড়ী ফিরে আসব
যেখানে শুন্যতা আমার অপেক্ষায়।
হেরে যাইনি আমি,
আমার অনুভূতিগুলো মুখ লুকাচ্ছে।
কি বা পারলাম তোমায় দিতে?
এসব তো যে কোন বন্ধুও করতো।
আমি কে তবে?
কি বা ছিলাম তোমার?
পরিচয়হীনতায় ভুগছি,
তবে মাঝে মাঝে ভেতরটা জুড়ে,
চাপা কষ্ট গুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে।
তুমি ভালো আছো ভেবে,
ভালো লাগে!
কিছুই তো দিতে পারিনি,
না দাড়িয়ে থেকেছি সারারাত
তোমার বাসার সামনে,
কি বা করেছি, বছর চারেক?
আজ বড় মুক্ত মনে হয়,
তবে পায়ের শিকল যে খুলব
সেই শক্তি এখনো হয়নি।
একটু শক্তি দিবে আমায়?
মুক্ত হবার জন্যে?
-- মুক্তিদাও শুন্যতাকে
--- মোহাম্মদ শাকিরুল ইসলাম
[২৫ মে ২০২০]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন