অনুশোচনায়
-- মোহাম্মদ শাকিরুল ইসলাম
কাব্যগুলো মিথ্যে করার খামখেয়ালিতে
কিংবা তোমার চোখের ভাজের ঘুমহীন কালোতে
যদিও পুরে ছাই হয়ে যাই সাড়েতিন বার
তবু অনুশোচনায় কমতি থেকেই যাবে।
এইতো পাহাড় সম অনুশোচনায়
সারারাত সাড়া দিইনি বলে,
কিংবা ক্ষুদে বার্তার তীব্র স্রোতে
ভেসে হারিয়ে যাইনি তাই।
কতবার হৃদয়ে রক্তক্ষয়ী যুদ্ধ লাগিয়েছি
হাজারো কথার আঘাতে করেছি দগ্ধ,
সেই তো তুমি রাত দিনকে এক করে দিয়ে,
এই নগন্য আমায় দিয়েছ অসম্ভাবিত ভালোবাসা।
এই অনুশোচনার অন্য সুরে, স্যরি বলেই
কতবার ক্ষমা পেয়েছিলাম
তোমার ভেতরের তুমিটা এর মায়াময় বলেই।
আমার মধ্যেই কোথাও একটা কি আছে তাইতো
রাস্তার ধারে তোমার এলোপাথাড়ি মার খেয়ে
কিংবা কানেধরে মহাকাশ ভ্রমনে গিয়ই
পৃথিবীতে ফিরে আসি আলোর গতিতে।
বুকের গভীরে, অনেক গভীরে
একবিন্দু আলোর ছটায় একটা সাজানো কক্ষে
তুমিই তো এখন শাসন করে যাচ্ছো এই আমাকে।
অনুশোচনায় আমৃত্যু স্যরি বলে হলেও তোমাকে চাই,
সকল ভুলকে ফুল করে নিয়েও তোমাকে চাই।
ঝগড়া চাই তোমার সাথে, প্রবল বৃষ্টির মতো
শুধু বন্যায় সর্বস্ব হারাতে চাই না।
কথা হোক বজ্রের মতো,
শুধু শব্দ চাই- যে শব্দে আমায় ঝাপটে ধরো।
কখনো ভুল করে তোমাকে বকা দেবার পর,
১২২৬ টা বকা ও ১৭৫ টা মারের সাথে
৪০ বার কানে ধরে উঠবস করতে চাই।
এই সংখ্যা গুলোর মানে জানতে চাইবে কি!
তবে আমাকে এইবারের মত ক্ষমা কতে দাও
জড়িয়ে রাখো বুকের আরো গভীরে।
শাসন করো তোমার রাজ্যের একমাত্র প্রজাকে,
শোষনেও বাধা নেই শুধু রাজ্য ছেড়ে যেয়োনা কখনো।
কষ্ট দেই বলে সরি,
শান্তির আগমনী বার্তা গ্রহণ করে
মুক্ত করে যাও আমায়।
-- মোহাম্মদ শাকিরুল ইসলাম
কাব্যগুলো মিথ্যে করার খামখেয়ালিতে
কিংবা তোমার চোখের ভাজের ঘুমহীন কালোতে
যদিও পুরে ছাই হয়ে যাই সাড়েতিন বার
তবু অনুশোচনায় কমতি থেকেই যাবে।
এইতো পাহাড় সম অনুশোচনায়
সারারাত সাড়া দিইনি বলে,
কিংবা ক্ষুদে বার্তার তীব্র স্রোতে
ভেসে হারিয়ে যাইনি তাই।
কতবার হৃদয়ে রক্তক্ষয়ী যুদ্ধ লাগিয়েছি
হাজারো কথার আঘাতে করেছি দগ্ধ,
সেই তো তুমি রাত দিনকে এক করে দিয়ে,
এই নগন্য আমায় দিয়েছ অসম্ভাবিত ভালোবাসা।
এই অনুশোচনার অন্য সুরে, স্যরি বলেই
কতবার ক্ষমা পেয়েছিলাম
তোমার ভেতরের তুমিটা এর মায়াময় বলেই।
আমার মধ্যেই কোথাও একটা কি আছে তাইতো
রাস্তার ধারে তোমার এলোপাথাড়ি মার খেয়ে
কিংবা কানেধরে মহাকাশ ভ্রমনে গিয়ই
পৃথিবীতে ফিরে আসি আলোর গতিতে।
বুকের গভীরে, অনেক গভীরে
একবিন্দু আলোর ছটায় একটা সাজানো কক্ষে
তুমিই তো এখন শাসন করে যাচ্ছো এই আমাকে।
অনুশোচনায় আমৃত্যু স্যরি বলে হলেও তোমাকে চাই,
সকল ভুলকে ফুল করে নিয়েও তোমাকে চাই।
ঝগড়া চাই তোমার সাথে, প্রবল বৃষ্টির মতো
শুধু বন্যায় সর্বস্ব হারাতে চাই না।
কথা হোক বজ্রের মতো,
শুধু শব্দ চাই- যে শব্দে আমায় ঝাপটে ধরো।
কখনো ভুল করে তোমাকে বকা দেবার পর,
১২২৬ টা বকা ও ১৭৫ টা মারের সাথে
৪০ বার কানে ধরে উঠবস করতে চাই।
এই সংখ্যা গুলোর মানে জানতে চাইবে কি!
তবে আমাকে এইবারের মত ক্ষমা কতে দাও
জড়িয়ে রাখো বুকের আরো গভীরে।
শাসন করো তোমার রাজ্যের একমাত্র প্রজাকে,
শোষনেও বাধা নেই শুধু রাজ্য ছেড়ে যেয়োনা কখনো।
কষ্ট দেই বলে সরি,
শান্তির আগমনী বার্তা গ্রহণ করে
মুক্ত করে যাও আমায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন